DON THE CON, YOU’RE FIRED!

December 19, 2019, 11:35 AM, Hits: 2097

DON THE CON, YOU’RE FIRED!

খায়রুজ্জামান মামুন, হ-বাংলা নিউজ : গতকাল বুধবার মিশিগান অঙ্গরাজ্যে ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারনায় ব্যস্ত তখনই এক প্রতিবাদী নারী DON THE CON, YOU’RE FIRED! সম্বলিত ব্যানার প্রদর্শন করে জানান দেয় যে তাকে অভিশংসিত করা হয়েছে। আমেরিকার ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে(এন্ড্রু জনসন ১৮৬৮, বিল ক্লিনটন ১৯৯৮)ডোনাল্ড ট্রাম্প এই অভিশংসনের শিকার হলেন। বিষয়টা বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে খুব জুড়েসুরে আলোচিত হচ্ছিল যা গতকাল কার্যকর হল। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দীর্ঘ বিতর্কের পর এ নিয়ে ভোটাভুটি হয়। মুলত দুটি গ্রাউন্ডের উপর তাকে অভিশংসনের প্রস্তাব করা হয় যার প্রথমটি ছিল ক্ষমতার অপব্যবহার ২৩০/১৯৭ভোটে, এবং দ্বিতীয়টি ছিল কংগ্রসের কাজে বাধা প্রদান যা ২২৯/১৯৮ ভোটে জয়লাভ করে।

ফলশ্রুতিতে আপাতত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন বর্তমানে আমেরিকার বহুল আলোচিত/সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। আগামী বছর জানুয়ারীর প্রথম সপ্তাহেই উচ্চকক্ষ সিনেটে এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। চুরান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে সে পর্যন্ত। অভিশংসিত হওয়ার কিছুক্ষন পরেই হোয়াইট হাউজ আনুষ্ঠনিক এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে প্রেসিডেন্ট  পুরোপুরি আত্মবিশ্বাসী যে তিনি সিনেটের ভোটে অবশ্যই নির্দোষ  প্রমানিত হবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আশার খবর হল প্রতিনিধি পরিষদের এই ভোটাভুটিতে তার নিজ দলের কেউই অভিশংসনের পক্ষে ভোট দেয় নি। রিপাবলিকানদের এই মনোভাব অব্যাহত থাকলে সিনেটের ভোটে তার অভিশংসিত হওয়ার কোন সম্ভাবনাই নাই। 

 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এ বিভাগের অন্যান্য সংবাদ