April 5, 2019, 12:24 PM, Hits: 660
হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : নিউইয়র্কে কমিউনিটির পরিচিত মুখ বাংলাদেশ সোসাইটির প্রাক্তন দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) প্রাক্তন নির্বাচিত সহসভাপতি, নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়েন্স ক্লাবের বর্তমান ডিরেক্টর জ্যাকসন হাইট্স মসজিদের প্রাক্তন খাদেম কমিটির দুইবারের সভাপতি, বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং পপুলার ড্রাইভিং স্কুল এর স্বত্তাধিকারী আব্দুর রহিম হাওলাদার নিউইয়র্ক কুইন্স বোরো এর কমিউনিটি বোর্ড ৩ (জ্যাকসন হাইট্স, ইস্ট এল্মহার্ষ্ট ও নর্থ করোনা) কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলেন্দা ক্যাটস এর প্রঞ্জাপন জারীর মাধ্যমে সদস্য নির্বাচিত হয়েছেন।