March 4, 2018, 6:37 PM, Hits: 1485
হ-বাংলা নিউজ, হলিউড থেকে: বাঙ্গালীদের কাছে বসন্ত খুবই আনন্দের। বসন্ত মানেই উৎসব। প্রতিবছর বসন্ত আসলেই বাংলাদেশীদের মাঝে উৎসবের আমেজ চলে আসে। সাড়া পৃথিবীতে যেখানেই বাঙ্গালী আছে সেখানেই বসন্ত উৎসব থাকবেই। তেমনিভাবে আগামী ১১ ই মার্চ রোজ রবিবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ক্যালিফোর্ণিয়ায় প্রথমবারের মতো Frank Eaton Memorial Park (Bradley Road, Perris ,CA-92571) এ ইনল্যান্ড এ্যাম্পায়ার ও মরেনো ভ্যালী প্যারিস ক্যালিফোর্ণিয়া বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ''মরেনো ভ্যালী বসন্ত উৎসব'' অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাঙ্গালীদের মাঝে এ দিনটি বসন্ত আমেজে ভরপুর থাকবে। ছোট বড় সকলে উপভোগ করবে দিনটি। মেয়রা পড়নে থাকবে বাসন্তি রঙ্গের শাড়ী ও ছেলেদের থাকবে হলদে পাঞ্জাবী । নাচ,গান সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আয়োজকদের পক্ষ থেকে। এছাড়া প্রত্যেকে পটলক এ খাবার নিয়ে আসবে। এবারের বসন্ত উৎসব সংক্রান্ত যে কোন তথ্যের জন্য সাবিন সেলিম, জিল্লুর রহমান, মো: রফিক, রিপা সাজ্জাদ,শেখ রফিকুল ইসলাম ও শেখ হাসান এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির সকল প্রবাসী বাংলাদেশীদের আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রন যানানো হয়েছে।