January 10, 2018, 9:27 PM, Hits: 375
সালাহউদ্দিন আহমেদوনিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক আগামী ১২ জানুয়ারী শুক্রবার। ঐদিন সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এই অভিষেক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন। প্রেসক্লাবের অভিষেক উপলক্ষ্যে ‘মূলধারা’ শীর্ষক আকর্ষণীয় স্যুভেনীর প্রকাশিত হচ্ছে। ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস অনুষ্ঠানটি সফল করার জন্য সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিষেশ অনুরোধ জানিয়েছেন। খবর ইউএনএ’র।